আসুসের নতুন ট্রান্সফরমার বুক এখন বাংলাদেশে


প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

বিশ্বখ্যাত ব্র্যান্ড আসুস বাংলাদেশের আইটি মার্কেটে নিয়ে এলো ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমার বুক টিপি৩০০ইউএ। ট্রান্সফরমার বুক টিপি৩০০ইউএ ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচ্স্ক্রিন ডিসপ্লে ৩৬০০ তে আবর্তিত করা যায়।

২.৩০ গতি সম্পন্ন ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮জিবি ডিডিআর৩ র‌্যাম, ১ টেরাবাইট এইচডিডি হার্ডডিস্ক।

এর রোটেটিং টাচস্ক্রিন বৈশিষ্ট্যের কারণে এটি যেকোনো মোডে ব্যবহার করা যায়। নেটওয়ার্কিংয়ের জন্য এতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ৭২০পিক্সেল ওয়েবক্যাম।

অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে উইন্ডোজ ১০ এবং এতে ব্যবহৃত হয়েছে পলিমার ব্যাটারি যা অধিক সময় ব্যাকআপ দিয়ে থাকে। ল্যাপটপটির মূল্য হচ্ছে ৬৯ হাজার টাকা।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।