রাঙ্গুনিয়ায় মূল প্রতিদ্বন্দ্বী আ.লীগ ও বিএনপি


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে রাঙ্গুনিয়াতেও মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি । নির্বাচনে আওয়ামী লীগ চায় আসন ধরে রাখতে আর বিএনপি চায় তা পুনরুদ্ধার করতে।
 
নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র খলিলুর রহমান চৌধুরী ভাতিজা কামরুল ইসলাম চৌধুরীকে সমর্থন করে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেলেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার।

এদিকে, গত সোমবার দ্বিধা-বিভক্তি দূর করতে সাবেক মেয়র নুরুল আলমের পক্ষে তৃণমূল নেতাকর্মীরা উপর মহলে একটি সুপারিশ পাঠানো হলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন।
 
অন্যদিকে, বৃহস্পতিবার দলীয় মনোনয়ন পাওয়া এসব প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত ঘরোয়া প্রচারণায় ব্যস্ত দু ’দলের প্রার্থীরা। দল থেকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হলেও পুলিশি হয়রানি ও মামলায় গ্রেফতারের ভয়ে এখনো অনেকটা আত্মগোপনে রয়েছেন রাঙ্গুনিয়ার বিএনপি নেতারা।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।