টস হেরে ব্যাট করছে চিটাগাং


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

আগেরদিন সিলেট সুপার স্টারসের ১৩৯ রানের স্কোরকে মামুলি সংগ্রহে পরিণত করেছিলেন চিটাগাং ভাইকিংসের দুই ওপেনার তামিম ইকবাল এবং তিলকারত্নে দিলশান। এ কারণে, টস জিতে তামিমদের সামনে লক্ষ্য বেধে দেয়ার সাহস দেখালেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে তাই চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে ব্যাট করার আমন্ত্রণ জানান মাশরাফি।

ব্যাট করতে নেমে অবশ্য দিলশান-তামিম মিলে শুরুটা চমৎকার এনে দেয়ার চেষ্টা করছেন চিটাগাংয়ের দুই ওপেনার তামিম-দিলশান। এ রিপোর্ট লেখার সময় চিটাগাংয়ের রান ২ ওভার শেষে ৬। ৫ রান নিয়ে ব্যাট করছেন দিলশান। তামিমের রান ১।

বিপিএলে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য আগেরদিন সিলেট সুপার স্টারসকে ১০ উইকেটে হারিয়ে এক কথায় উড়িয়ে দিয়েছে চিটাগাং ভাইকিংস। আজ যদি কুমিল্লাকে কোনমতে হারানো যায়, তাহলে সেমির লড়াইয়ে চলে আসবে দলটি। এ কারণে চিটাগাংয়ের সামনে জয়ের কোন বিকল্প নেই।

তবে, কুমিল্লাও ছেড়ে কথা বলার মত দল নয়। মাশরাফির নেতৃত্বে অসাধারণ খেলে চলেছে তারা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। চিটাগাংকে হারাতে পারলে তারা উঠে যাবে শীর্ষে।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।