ক্যালিফোর্নিয়া হামলায় অংশ নেয় এক দম্পতি!


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের সান বার্নার্ডিনো শহরের প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত পর সন্দেহভাজন দুই হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। সন্দেহভাজন এক দম্পতি ওই হামলায় অংশ নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

তারা হলেন, রিজওয়ান ফারুক ও ২৭ বছর বয়সী নারী হামলাকারী তাসফিন মালিক। পুলিশ বলছে, এ দুই হামলাকারী সম্ভবত বিবাহিত। এবং তারা দুজনই পুলিশের গুলিতে নিহত হয়েছে।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কালো রংয়ের এসইউভি গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশের গুলিতে ওই দুই হামলাকারী নিহত হয়েছে। এদের দুজনের কাছেই রাইফেল এবং হ্যান্ডগান ছিল, কালো পোষাক পরা অবস্থায় বন্দুকে গুলি ভরতে দেখা গেছে দু`জনকেই।

california-shooting

এছাড়া ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন আরেক হামলাকারীকে আটক করা হয়েছে। তবে তিনি ওই হামলায় অংশ নিয়েছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বার্নার্ডিনো পুলিশ প্রধান জ্যারোর্ড বার্গুয়ান বলেন, পূর্বপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একাধিক বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, ফারুক নামের ওই হামলাকারী পরিবেশ সংক্রান্ত স্বাস্থ্য বিভাগে চাকরি করেন। বৃহস্পতিবার হামলার ঘটনার আগে ক্রিস্টমাস পার্টিতে একটি বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফারুকের শ্যালক ফারহান খান বলেন, ফারুক কেন ওই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সেবিষয়ে তার কোনো ধারণা নেই।

তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কর্মকর্তা ডেভিড বোডিচ বলেন, এ হামলার ঘটনাকে এখনই সন্ত্রাসবাদী বলা ঠিক হবে না। তিনি বলেন, সঠিক তথ্য ছাড়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলা যায় না, তবে এর সম্ভাবনা রয়েছে। এদিকে সান বার্নার্ডিনো শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের রেডল্যান্ডে একটি বাসার অনুসন্ধান করছে পুলিশ। ওই বাসায় ফারুক থাকতেন বলে ধারণা করা হচ্ছে।

সান বার্নার্ডিনো শহরে সন্দেহভাজন ওই দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই দুই হামলাকারীর মধ্যে সম্পর্ক ছিল বলে ধারণা করছে পুলিশ। তবে তারা বিবাহিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হামলায় নিহত ১৪ জনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।