দুর্বল হলো ‘ইয়াস’, এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৬ মে ২০২১
ভারতে ওড়িশা রাজ্যের উত্তর উপকূলে আছড়ে পড়ার পরপরই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। মঙ্গলবার রাতে শক্তিশালী থেকে অতি-শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত গিয়েছিল সেটি। কিন্তু বুধবার দুপুরে স্থলভাগে পৌঁছেই শক্তি হারাতে শুরু করে ঝড়টি।
ভারতের আবহাওয়া অফিস বলছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ওড়িশার উত্তর উপকূলে আছড়ে পড়ে ইয়াস। সেই সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনো কখনো ঘণ্টায় ১৫৫ কিলোমিটারেও পৌঁছায়। তবে এরপর ক্রমেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে ঝড়টি।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইতোমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, আগামী তিন ঘণ্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নেবে ঘূর্ণিঝড় ইয়াস। সেসময় এর শক্তি আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার মধ্যরাতের মধ্যে ঝড়টি ঝাড়খণ্ডের ওপর দিয়ে অতিক্রম করবে। এর প্রভাবে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড়ের কারণে পূর্ব ও পশ্চিম সিংভূমে সতর্কতা জারি হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ওড়িশায় দুইজনের মৃত্যু হয়েছে। তবে পূর্বাভাসের তুলনায় ঝড়টি দুর্বলভাবে আছড়ে পড়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছেন রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জেনা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সেখানে স্থানীয় সময় বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে বান আসতে পারে, যা আগামীকালও থাকবে। এসময় পাঁচ ফুটের মতো জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসে অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল
কেএএ/এমএস