ইয়াসের প্রভাবে ওড়িশায় ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৬ মে ২০২১

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের ওড়িশায় অন্তত দু’জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১০ লাখ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবর আল জাজিরার।

ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন।

রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

ওড়িশায় বুধবার সকালে আঘান হানে ইয়াস। ১৪০ কিলোমিটার বেগে বাতাস চলেছে সেখানে।

ভারতের আবহাওয়া বিভাগ ‘ইয়াসকে অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত করেছে। টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, ওড়িশার সাগর ভিষণ উত্তাল, প্রবল বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া বিভাগের মহাপরিচালক বলেন, ‘সকাল ৯টা নাগাদ স্থলভাগে আঘাত হানে ইয়াস। এটি তিন-চার ঘণ্টা ধরে চলবে।‘ দুপুরের মধ্যে ইয়াস ওড়িশা পার হয়ে পার্শবর্তী পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

বিজ্ঞানীরা বলছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সম্প্রতি বেশ ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে উপকূলীয় অঞ্চলে।

গত সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় তাওকতে। এতে অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন।

এমকে/এমকেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।