আজকের ধাঁধা : ০৩ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘অর্ধচন্দ্র সমাকার
     দেহের গঠন।
     গাছপালা কাটে সে
     সদা সর্বক্ষণ।’
- বলুন তো কে সে?

২. ‘অনেক সাগর দেখলে ভাই
     জলে নানা রং।
     কোন সাগরে আছে বলো
     শুধু লাল রং।’
- বলতে হবে কোন সাগরে?

৩. ‘অনেকেই খায় না
     কিছু লোকে খায়।
     বন্ধুদের না খাওয়ালে
     মানহানি হয়।’
- বলুন তো কী খায়?

৪. ‘অর্ধেক শরীর সোনার হলো,
     কে সে লোক ভেবে বলো।’
- বলুন তো কে সে?

উত্তর :
১. কাস্তে
২. লোহিত সাগর
৩. সিগারেট
৪. আনারস

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।