এবার বিমানবন্দর থেকে মার্কিন সাংবাদিককে আটক করল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৫ মে ২০২১

যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। সোমবার ড্যানি ফেন্সটার নামের ওই সাংবাদিক মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। এসময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ইয়াংঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের এই সাংবাদিক মিয়ানমারের একটি স্বতন্ত্র পত্রিকায় কর্মরত। ফ্রন্টিয়ার মিয়ানমার নামের ওই পত্রিকার তিনি ব্যবস্থাপনা সম্পাদক।

এদিকে ফ্রন্টিয়ার মিয়ানমার জানিয়েছে, ড্যানিকে কেন গ্রেফতার করা হয়েছে তা তারা জানেন না। তারা ড্যানির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং শিগগিরই তার মুক্তির দাবী জানিয়েছে।

ফ্রন্টিয়ার মিয়ানমার ইংরেজি ও বার্মিজ দুই ভাষায় সংবাদ প্রকাশ করে। এটি মিয়ানমারের অন্যতম শীর্ষ স্বতন্ত্র সংবাদ মাধ্যম হিসেবে বেশ পরিচিত।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ড্যানি ফেন্সটারের গ্রেফতার সম্পর্কে অবগত আছে এবং বিষয়টির ওপর গভীর নজর রাখছে। এছাড়া মিয়ানমারের মানবাধিকার সংগঠনগুলোও মার্কিন এই সাংবাদিকের মুক্তি দাবি করেছে।

গত কয়েকমাসের মধ্যে ৭০ জনের বেশি সাংবদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। এদের মধ্যে ৪৮ জন এখনও কারাগারেই আছেন।

শুধু গণমাধ্যমের ওপর নয়, দেশটির সাধারণ মানুষ তথা অভ্যুত্থানবিরোধীদের ওপরও দমন-নিপিড়ন চালাচ্ছে সামরিক জান্তা সরকার। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৪০৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৮ শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে।

এর আগে, সম্প্রতি সরকার সমালোচক এক সাংবাদিককে আটক করতে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইট নিজ দেশে ঘুরিয়ে নিয়েছে বেলারুশ। ফ্লাইটে বোমা থাকার অভিযোগ এনে সেটি বেলারুশের রাজধানী মিনস্কে ঘুরিয়ে নেয়া হয়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

টিটিএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।