বাংলাদেশের গরু চোরাচালান বন্ধে রাজনাথের নির্দেশ


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার সম্পূর্ণ বন্ধের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

রাজনাথ সিং বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান বন্ধে যে অবদান রেখেছে তার জন্য পুরো ভারতে বিএসএফের সম্মান বেড়ে গেছে। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সীমান্তপথে গরু চোরাচালান ৭০ শতাংশ কমে গেছে।

তিনি বলেন, আমি আশা করি এভাবে চলতে থাকলে বিএসএফ গরু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে সক্ষম হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।