স্ট্যাচু অব লিবার্টি আরব নারী মূর্তির অনুকরণে নির্মিত


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

গণতন্ত্র ও মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ফরাসী ভাস্করের ডিজাইন করা আরব নারী মূর্তির অনুকরণে নির্মিত হয়েছে। সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও অন্যান্য মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিয়ে বিতর্কের মধ্যে একদল গবেষক এ তথ্য জানালেন। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিসের গবেষকারা জানান, ফরাসী ভাস্কর ফ্রেডেরিক অগাস্টি বার্থোলদি ১৮৫৫ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত মিসর সফর করেন। সেখানে তিনি বিরাট আকৃতির সরকারি স্মৃতিস্তম্ভ ও প্রস্তরে খোদাই ভাস্কর্য নির্মাণ করেন।

মিসর সরকার ১৮৬৯ সালে সুয়েজ খালের জন্য একটি লাইট হাউস নির্মাণের পরিকল্পনা করেছিল। আর এই সময় বার্থোলদি একটি বিরাট নারী মূর্তির ডিজাইন করেন। ঢিলেঢালা জামা পরা মূর্তিটির হাতে একটি মশাল ছিল। তিনি এই মূর্তির নাম দেন মিসর এশিয়ার জন্য আলো নিয়ে এসেছে। ঘোমটা দেয়া এক কৃষাণীকে দেখে এই মূর্তির ডিজাইন করেন তিনি।

১৮৭০ সালে বার্থোলদি পূর্ববর্তী মূর্তির অনুকরণে স্ট্যাচু অব লিবার্টি নির্মাণ করেন। ১৮৮৬ সালে মূর্তিটি উন্মোচন করা হয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।