রাজস্থানে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৯ মে ২০২১

করোনা মহামারিতে এমনিতেই বিপর্যস্ত ভারত। তার মধ্যে আবার দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করল রাজস্থান।

রাজস্থানের মুখ্য স্বাস্থ্য সচিব অখিল অরোর এক বিবৃতি জানান, ‘মহামারি আইন ২০২০’অনুযায়ী এই ঘোষণা দেয়া হয়। খবর সংবাদ প্রতিদিনের।

এদিকে রাজস্থানে ইতোমধ্যে ১০০টি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। এর চিকিৎসার জন্য সোয়াই মান সিং হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতেও দেখা মিলেছে এই ছত্রাকের সংক্রমণ।

প্রসঙ্গত, বহু করোনা রোগীর সেরে ওঠার পরে তাদের দেহে এই মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিয়েছে। এর আগেও বহু রোগীর প্রাণ কেড়েছে এই ছত্রাক। ফুসফুস প্রতিস্থাপন কিংবা আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে এই ছত্রাককে। অনেক সময় এর সংক্রমণে অন্ধও হয়ে যাওয়ার নজির রয়েছে।

চিকিৎসকরা জানান, এই ছত্রাক সংক্রমণের প্রধান লক্ষণ, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ কিংবা গাল ফুলে ওঠা, এছাড়া নাক দিয়ে কালো কালো কিছু বেরিয়ে আসা।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।