নির্বাচনী যুদ্ধের পর মোদি-মমতা প্রথম বৈঠক কাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৯ মে ২০২১

অবশেষে আলোচনায় বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভারচুয়ালি এই বৈঠক হবে। তাতে মমতার পাশাপাশি ভারতের ওই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। খবর : সংবাদ প্রতিদিন।

তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পর এটিই হবে মোদির সঙ্গে মমতার প্রথম বৈঠক। মোদির সঙ্গে বৈঠকে টিকা এবং অক্সিজেন সরবরাহের দাবি করতে পারেন মমতা।

কিছুদিন ধরেই করোনায় বিপর্যস্ত বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। ১৫ দিনে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেননি। শুধু তাই নয়, করোনা মোকাবিলায় সহযোগিতা এবং তার রাজ্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও ভ্যাকসিন পাঠানোর দাবিতে ইতিমধ্যেই মোদিকে বেশ কয়েকটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেসব চিঠির কোনো জবাব পাননি মমতা। অবশেষে ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন তারা দুজন।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।