ওবামার শেষ রাষ্ট্রীয় ভাষণ ১২ জানুয়ারি


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বছরের ১২ জানুয়ারি শেষ রাষ্ট্রীয় ভাষণ দেবেন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার স্পিকার পল রায়ান এ ঘোষণা দেন।

কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ওবামাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে লেখা এক চিঠিতে স্পিকার বলেন, নতুন বছরের শুরুতে আমাদের জন্য দেশকে এগিয়ে নেওয়া এবং এর স্বার্থরক্ষায় কাজ করার একটা যৌথ ক্ষেত্র পেতে যাচ্ছি। আমরা মার্কিন জাতির সামনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব পালন করার সুযোগ পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিদায়ী ভাষণে ওবামা তার শাসনকালের নানা সাফল্যের কথা তুলে ধরতে পারবেন। তাতে থাকবে বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের সাফল্য এবং আলকায়দা আইএসের বিরুদ্ধে তাদের নেতৃত্বে লড়াইয়ের কথা।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।