ইসরায়েল ধর্মযুদ্ধের উস্কানি


প্রকাশিত: ১০:২৩ এএম, ১২ নভেম্বর ২০১৪

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ উসকে দেওয়া হচ্ছে। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের উপাসনার অনুমতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল এটা করতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি

পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মঙ্গলবার এ কথা বলেন আব্বাস।

আব্বাসআরো বলেন, পবিত্র স্থানটিতে (আল-আকসা) ইহুদি উপাসকদের প্রবেশ করতে দেওয়া হবে উসকানিমূলক। ফিলিস্তিনিরা অবশ্যই এটা প্রতিহত করবে। আমরা আল-আকসা ও চার্চসমূহকে বসতি নির্মাণকারী এবং চরমপন্থীদের হাত থেকে রক্ষা করব।

আব্বাসের এ বক্তব্যের আগে মঙ্গলবার এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। পশ্চিমতীরের হেবরন শহরে আল-আরব শরণার্থী শিবিরের প্রধান রাস্তায় ইমাদ জাওয়াব্রেহ (২১) নামে ওই তরুণের বুকে গুলি করা হয়। - আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।