একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক বার বার


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এ স্লোগান না দিয়ে `একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক বার বার` এ স্লোগান দিবেন। কেননা এ স্লোগানের মধ্যদিয়েই ধর্মান্ধ শক্তিকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আর যাতে মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী কোনো সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ভাতা বৃদ্ধি করেছে। শিগগিরই মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সকল চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রদক্ষেপ নেয়া হচ্ছে।

মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষচন্দ্র সেনের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, পৌর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহবুবে রাব্বি মানিক।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।