মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধি : ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ১২:২১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

মাগুরার মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় ১৭ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক।

ইমাউল হক জাগো নিউজকে জানান, হত্যা ও মাতৃগর্ভে গুলিবিদ্ধের ঘটনায় মোট ১৬ জনকে আসামি করে বাদীপক্ষ মামলা দায়ের করেন। প্রায় চার মাস তদন্ত শেষে বিকেলে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। এছাড়া চার্জশিটে নতুন করে তোতা, আয়নাল ও মুন্না নামে তিন আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, নাম ও পরিচয় ভুলের কারণে রানা নামে এক আসামির নাম বাদ পড়েছে। এছাড়া মামলার ২নং আসামি আজিবর শেখ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল কবির জাগো নিউজকে জানান, মঙ্গলবার আদালতের কাজ শেষ হয়ে যাওয়ায় এ চার্জশিট বুধবার উপস্থাপন করা হবে। বিচারকের আদেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। সংকটাপন্ন অবস্থায় ২৫ জুলাই ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়াকে ভর্তি করা হয়। সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হন।

আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।