জবির ভর্তি শুরু ৬ ডিসেম্বর থেকে


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

আগামী ৬ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ভর্তি শুরু হবে। এদিন থেকে ১ম মনোনিতদের ভর্তি করানো হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম মনোনয়ন প্রাপ্ত ‘সি’ ইউনিটের ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর, ‘ডি’ ইউনিটের ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর, ‘এ’ ইউনিট ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর এবং ‘বি’ ইউনিটের ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে  হবে।

এছাড়া, ‘ই’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে চারুকলা বিভাগের ৭ ডিসেম্বর এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ৮ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ ডিসেম্বর প্রকাশিতব্য মনোনয়ন তালিকার নির্বাচিত প্রার্থীদের ১৭ থেকে ২২ ডিসেম্বর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সকল ইউনিটের কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোটায় উত্তীর্ণদের সকল সনদ/ট্রান্সক্রিপ্ট, ছবি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং কোটায় সাপেক্ষ প্রমাণস্বরূপ সনদপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। সঠিক প্রমাণাদি ব্যতীত কাউকে ভর্তির সুযোগ দেয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভর্তিকৃত শিক্ষার্থী আসন খালি ও যোগ্যতা থাকা সাপেক্ষে প্রবেশপত্রে উল্লেখিত বিষয় পছন্দক্রম ও মেধানুসারে বিষয় পরিবর্তন/মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। মাইগ্রেশনের পর নতুন প্রাপ্ত বিভাগের অবশ্যই ভর্তি হতে হবে। পূর্ববর্তী বিভাগের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ বিষয়ে পরবর্তীতে কোন আবেদন গৃহীত হবে না।
 
আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।
 
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিষ্টারের ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ১৭ জানুয়ারি এবং ‘সি’ ইউনিটের ৩ জানুয়ারি ক্লাস শুরু হবে।

সুব্রত মণ্ডল/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।