রেহাম খানের বিরুদ্ধে সাবেক স্বামীর নোটিশ


প্রকাশিত: ১১:১২ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান রাজনীতিবীদ ইমরান খানের সঙ্গে  সদ্য আলাদা হয়ে যাওয়া স্ত্রী রেহাম খানের বিরুদ্ধে তার সাবেক স্বামী ১০ কোটি রুপির আইনী নোটিশ পাঠিয়েছেন। রেহাম খানের প্রথম স্বামী ডা. এজাজুর রহমান ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা না চাইলে রেহামের বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলারও হুমকি দিয়েছেন। খবর ডন নিউজের।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রেহাম বলেন, নিজ আত্মীয়, সহকর্মী ও অন্যদের প্রশ্নের উত্তর দিতে তাকে বাধ্য করতেন এজাজ। রেহামের এ অভিযোগকে ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

এর আগে পাকিস্তানের এই ডা. এর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় রেহামের। পরে গত জানুয়ারিতে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ৬২ বছর বয়সী ইমরান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেহাম। বিয়ের মাত্র ১০ মাসের মাথায় সম্প্রতি তাদের ছাড়াছাড়ি হয়েছে। ৪১ বছর বয়সী টিভি উপস্থাপিকা রেহাম খান এর আগে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন এবং ১০ বছর আগে তাদের দু’জনের মধ্যে ডিভোর্স হয়ে যায়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।