মৌলবাদ সকল ধর্মের রোগ : পোপ ফ্রান্সিস


প্রকাশিত: ১০:০৮ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

মৌলবাদকে রোমান ক্যাথলিক গীর্জাসহ সকল ধর্মের রোগ বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পথে তিনি এ কথা বলেন। এর আগে আফ্রিকা সফরকালে তিনি সহিংসতা পরিহার করে ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানান।

পোপ ফ্রান্সিস বলেন, মৌলবাদ বিয়োগান্তক ঘটনা। এটা কোনো ধর্ম নয়। এর মধ্যে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায় না। এটা পৌত্তলিকতা।

বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরকালে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেন, খ্রিস্টান ও মুসলিমরা ভাই-ভাই। তিনি এই প্রথমবারের মত আফ্রিকা সফর করলেন। সোমবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পিকে ৫ জেলার কৌওদুকু এলাকার একটি মসজিদ পরিদর্শনের সময় তাকে হাজার হাজার লোক স্বাগত জানান।

পোপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সমস্ত যুদ্ধরত দলকে তাদের অস্ত্র নামিয়ে যুদ্ধ বন্ধের আহবান জানান।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।