সৌদি আরবে হামলার হুমকি আল কায়েদার


প্রকাশিত: ০৯:২৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

জঙ্গিগোষ্ঠী আল কায়েদা সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে। সৌদি সরকার আল কায়েদার কয়েকজন সদস্যসহ দেড় শতাধিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনার নেয়ার পর এ হুমকি দেয়া হলো। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে সংগঠনটি। খবর রয়টার্সের।

আল কায়েদার আরব উপদ্বীপ শাখা (একিউএপি) সৌদি সরকারকে সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলছে, যদি তাদের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে দেশটিতে হামলা চালিয়ে এর কড়া জবাব দেয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা সৃষ্টিকর্তার নামে অঙ্গীকার করছি, আমাদের বন্দীদের রক্তপাতের আগে আমাদের রক্ত প্রবাহিত হবে এবং তাদের রক্ত শুকানোর আগে সৌদি সৈন্যদের রক্তপাত করা হবে।

এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির ১৫৫ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা সৌদি সরকার নিয়েছে বলে গত সপ্তাহে স্থানীয় দুটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পরই মঙ্গলবার সৌদি আরবে হামলার হুমকি দিলো আল কায়েদার আরব উপদ্বীপ শাখা।

গত কয়েক বছরে সৌদি আরবে সশস্ত্র বিদ্রোহীদের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে সৌদি আরবের একটি মসজিদে হামলার দায় স্বীকার করে সিরিয়া ও ইরাক ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চলতি বছরে সৌদি আরবে বিদেশিসহ অন্তত ১৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে অনেকেই মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত ছিল।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।