একসঙ্গে ৬ ডোজ টিকা দেয়া হলো ইতালিয়ান নারীকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১১ মে ২০২১

২৩ বছর বয়সী এক ইতালিয়ান নারীকে ভুলবশত ফাইজারের করোনা ভ্যাকসিনের ছয় ডোজ একত্রে দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (৯ মে) স্থানীয় সময় সকালে ইতালির তুস্কানির একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। অবশ্য এতে ওই নারীর শরীরে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

তাকে হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানান, সতর্কতা হিসেবে তাকে তরল খাদ্য এবং প্রদাহ ও জ্বর নাশক ওষুধ দেয়া হয়েছিল।

ওই হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক ডা. আন্তোনেলা ভিসেন্তি বলেন, নিশ্চিতভাবে এবারের মতো তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে না। গবেষণা বলছে, ফাইজারের ভ্যাকসিন পাঁচ ডোজ পর্যন্ত একত্রে নিলেও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। ইসরায়েল এবং জার্মানিতেও এ ধরনের ঘটনায় তেমন কোনো ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা যায়নি।

ডা. ভিনসেন্তি আরও বলেন, ওই নারীর কোনো জ্বর কিংবা টিকা প্রয়োগের স্থান ব্যতীত অন্য কোথাও তেমন ব্যথাও হয়নি। তিনি একটু ভয় পেয়েছিলেন সেজন্য সকাল পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হয়েছিল।

তবে এক্ষেত্রে ওই নারীর শরীরে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে কি-না তা পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত তার রক্ত পরীক্ষা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি দ্বিতীয় ডোজ নিতে পারবেন কি-না তাও পরীক্ষা করেই জানাবে হাসপাতাল।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. টমাসো বেল্লান্ডি বলেন, নার্সের অমনোযোগিতাই এ দুর্ঘটনার মূল কারণ।

তিনি বলেন, এটা এমন একটা ঘটনা যা কখনোই ঘটা উচিত না। দুর্ভাগ্যজনকভাবে মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতার কারণে এমনটা হয়ে থাকে।

এ ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছে তারা।

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।