বাংলাদেশসহ চার দেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১০ মে ২০২১

অডিও শুনুন

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম খালিজ টাইমস।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজঅ্যাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল এভিয়েশন বলেছে, ‘ট্রানজিট ফ্লাইট ব্যতীত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানের যাত্রীদের জন্য প্রবেশে স্থগিতাদেশ জারি করা হলো।’

গত ১৪ দিন ধরে যেসব ব্যক্তি এই চার দেশে অবস্থান করছেন তাদের সবার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে আমিরাতে অবস্থানরত এসব দেশের নাগরিকদের ফেরত পাঠাতে বিমান চলাচল অব্যাহত থাকবে।

তবে আমিরাতের নাগরিক, কূটনৈতিক ব্যক্তি, সরকারি অতিথি, বাণিজ্যিক বিমান এবং গোল্ডেন রেসিডেন্টধারীরা এর আওতামুক্ত। সেক্ষেত্রে অবশ্য কিছু নিয়ম মানতে হবে তাদেরকেও। সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে হাতে পাওয়া করোনা নেগেটিভ সনদ থাকতে হবে তাদের সঙ্গে।

এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।