ইনস্টাগ্রামে মোদী


প্রকাশিত: ০৮:২১ এএম, ১২ নভেম্বর ২০১৪

সোশ্যাল মিডিয়ায় মোদীর সাবলীলতা সর্বজনবিদিত। ফেসবুক-টুইটারে সর্বদাই তৎপর তিনি। প্রযুক্তি-প্রিয় প্রধানমন্ত্রী এবার ঢুকে পড়লেন ইনস্টাগ্রামের দুনিয়ায়। বুধবার  ইনস্টাগ্রামে প্রথম ছবি তুলে শেয়ার করলেন তিনি।

আশিয়ান ও ইস্ট এশিয়া সামিটের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। এর পরই টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনস্টাগ্রামের হাত ধরে দারুণ লাগছে। আশিয়ান সামিট থেকেই শুরু হল ইনস্টাগ্রামে আমার ছবি।’

এদিন আশিয়ান সামিটের বৃহদাকার বিলবোর্ড ও সোনালি বর্ডার দেওয়া লাল কার্পেটের ছবি পোস্ট করেন নরেন্দ্র মোদী। যে কার্পেট চলে গিয়েছে মায়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এদিকে,  ইনস্টাগ্রামে প্রথম ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই তাঁর ফলোয়ারের তালিকায় নাম লেখান ৩৮ হাজার মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।