মমতার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন মনোজ তিওয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১০ মে ২০২১

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। বিধায়কদেরও শপথ নেয়া শেষ।

এই পরিস্থিতিতে সোমবার (১০ মে) গঠিত হবে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। এদিন শপথ নেবেন মোট ৪৩ জন মন্ত্রী।

আর এই তালিকাতেই রয়েছে প্রথমবার ভোটে নেমে জয়ী ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং সাঁওতালি ছবির অভিনেত্রী বীরবাহা হাসদারের নাম।

তৃণমূল সূত্রে খবর, হাওড়ার শিবপুর থেকে জেতা মনোজ পেতে পারেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে বীরবাহা কোন মন্ত্রণালয় পাবেন, তা অবশ্য জানা যায়নি।

এবারের ভোটে মনোজ হারিয়েছেন বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে। পেয়েছেন মোট ৯২ হাজার ৩৭২ ভোট।

অন্যদিকে, বীরবাহা জিতেছেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকুমার সতপথীকে। বীরবাহা পেয়েছেন ৫৪ দশমিক ২৬ শতাংশ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ৩৫ দশমিক ৩১ শতাংশ ভোট।

মন্ত্রিসভার শপথগ্রহণ বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে রাজভবনে সীমিত পরিসরে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।