পশ্চিমবঙ্গে আরও ১২৪ মৃত্যু, নতুন সংক্রমণ ১৯ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১০ মে ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯ হাজারের বেশি। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। খবর : আনন্দবাজার পত্রিকা।

রোববার রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগণায় ৩ হাজার ৯৯৭ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। ১ দিনে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। এ নিয়ে ভারতের এ রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৩ হাজার ১৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় যে ১২৪ জন রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে উত্তর ২৪ পরগনার ৩৪ এবং কলকাতার ২৮ জন রয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পশ্চিমবঙ্গে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে ভারতের এই রাজ্যে মোট সংক্রমণের হার এই প্রথম ৯.০৫ শতাংশ হয়েছে। শনাক্তের দৈনিক হার দাঁড়িয়েছে ৩০.৮০ শতাংশে।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।