এসএসসি পরীক্ষার ফরম পূরণে ফি’র বেশি টাকা নিলে ব্যবস্থা


প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র  অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
সেই সঙ্গে আদালত নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না সে বিষয়ে শিক্ষা সচিব এবং শিক্ষাবোর্ডগুলোকে আগামী ৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দিয়েছেন । সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

নির্ধারিত ফি‘র বাইরে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বাতিল করার নির্দেশ দিয়ে আদালত আদেশে বলেছেন, এ বিষয়ে পরীক্ষার্থীরা বোর্ডের কাছে সরাসরি লিখিত অভিযোগও করতে পারবে। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এসময় আদালত এসএসসি‘র ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় নিয়ে গত ১৭ নভেম্বর ইংরেজি পত্রিকা ডেইলি সানে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের তথ্য আমলে নিয়ে আদালত স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন। এর আগে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নিয়ে এক দৈনিক পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মোজাম্মেল হোসেন।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।