ভেনিজুয়েলায় সংঘর্ষে ১১ জন নিহত


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১২ নভেম্বর ২০১৪

ভেনিজুয়েলায় সংঘবদ্ধ চক্রের মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। সরকার ছড়িয়ে পড়া সহিংসতা দমনে দেশব্যাপী অভিযান শুরুর মাত্র কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটলো। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রসিকিউটর এ কথা জানায়।

প্রসিকিউটরের দপ্তর থেকে বলা হয়, সোমবার ভেনিজুয়েলার গুয়ারিকো রাজ্যের একটি খামারে দুটি গ্রুপ ব্যাপক সংঘর্ষে লিপ্ত হলে ১১ জন নিহত হয়। এদের বেশিরভাগ গুলিতে মারা যায়।

সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাতে গিয়ে জমির মালিকদের নির্যাতন করে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৪০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে আটজনকে লক্ষ্য করে হামলা চালায়। তারা জমির মালিকদের নির্যাতন করে তা দখলের চেষ্টা করছিল। এ হামলায় তারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।