সরকারি হাইস্কুলে অনলাইনে ভর্তি আবেদনের সূচি পরিবর্তন


প্রকাশিত: ০১:৩২ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

ঢাকা মহাগনরীসহ (চট্টগ্রাম ছাড়া) সরকারি হাইস্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরিবর্তিত তারিখ অনুযায়ী মঙ্গলবার বেলা পোনে ১১টায় শুরু হবে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশি সূত্র জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হওয়ার কথা ছিল আজ সোমবার রাত ১২টা ১মিনিট থেকে। কিন্তু বিশেষ কারণে মঙ্গলবার বেলা পোনে ১১টায় শুরু হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

জানা গেছে, ঢাকা মহানগরীতে ৩টির ফিডার শাখাসহ ৩৮টি সরকারি হাইস্কুল। এর মধ্যে ১৬টিতে এবার প্রথম শ্রেণিতে এক হাজার ৬৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যান্য শ্রেণিতে ১০ হাজার ২৩৭ জন ভর্তি করা হবে। gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি ১৫০ টাকা পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে।

এবারো স্কুলগুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। একজন শিক্ষার্থী তিনটি গ্রুপ থেকে তিনটি স্কুলে ভর্তির আবেদন করতে পারবে। একটি গ্রুপ থেকে একাধিক আবেদন করা যাবে না। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা ‘এ’ গ্রুপের ১৭, ‘বি’ গ্রুপের ১৮ ও ‘সি’ গ্রুপের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণির লটারি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তির নীতিমালা অনুযায়ী, এবার শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকেই নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়া (সেবা এলাকা) অনুযায়ী ৪০ শতাংশ এলাকা কোটা অনুসরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য মাউশির http://dshe.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

এনএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।