টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা


প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান।

এদিন বেশ কিছু পরিবর্তন হয়েছে দুই দলেই। সিলেটের হয়ে এবারের আসরে প্রথমবারের মত মাঠে নেমেছেন রুবেল হোসেন। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সুনীল নারাইন এবং জাতীয় দলের হয়ে ডাক পাওয়ায় ফিরে গেছেন মারলন স্যামুয়েলসও। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন ক্রিসমার সান্তোগি ও মুক্তার আহমেদ।

অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথমবারের মত বিপিএলে খেলছেন হাম্মাদ আজম, শিহান জয়সুরিয়া। এছাড়াও ইনজুরি থেকে ফিরে একাদশে এসেছেন লিটন দাস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, সানজামুল ইসলাম, অলক কাপালি, আবু হায়দার, ক্রিসমার সান্তোগি, মুক্তার আহমেদ, নুয়ান কুলাসেকেরা,  আশার জাইদি।

সিলেট সুপারস্টারস
মুশফিকুর রহিম (অধিনায়ক), মুমিনুল হক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, রুবেল হাসান, নাজমুল হোসেন মিলন, রবি বোপারা, দিলশান মুনাবেরা, হাম্মাদ আজম, শিহান জয়সুরিয়া।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।