২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৩ জুলাই ২০১৪

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের উচনা-সোনাতলা গ্রামের ২৮০/৫ সাব পিলার সংলগ্ন এলাকা থেকে রোববার ভোর ৪টার দিকে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে।

ওই দুই গরু ব্যবসায়ী হলেন, পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে আলম হোসেন (৩০) ও শ্রীমন্তপুর গ্রামের ভুদার উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের ফেরত চেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও বিএসএফের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।