মুমূর্ষু বাবাকে পানি দিতে যাচ্ছে মেয়ে, বাধা দিলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৫ মে ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু বাবা মাঠের মধ্যে পড়ে রয়েছেন। মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন তিনি। তা দেখে স্থির থাকতে পারেনি মেয়ে। বোতল হাতে ছুটে যায় বাবার মুখে একফোঁটা পানি তুলে দিতে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান মা। তার ভয়, কাছে গেলে মেয়েও করোনায় আক্রান্ত হতে পারে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এর ভিডিও।

জানা গেছে, করোনায় আক্রান্ত পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি বিজয়ওয়াড়ায় কাজ করতেন। অসুস্থ হয়ে পড়ার পর নিজগ্রাম শ্রীকাকুলামে ফেরেন তিনি।

কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তাকে গ্রামে ঢুকতে দেয়া হয়নি। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যে পড়ে ছিলেন তিনি। সেখানেই বাবাকে পানি দিতে যাচ্ছিল ১৭ বছরের মেয়েটি। আর তখনই তাকে পেছন থেকে টেনে ধরেন মা।

ভিডিওতে দেখা যায়, মায়ের বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত বাবার মুখে পানি তুলে দিতে সক্ষম হয় মেয়েটি।

জানা যায়, এই ঘটনার কিছুক্ষণ পরই মারা যান ওই ব্যক্তি। এরপর তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।