রাশিয়ায় পণ্য সরবরাহ করবে মিসর


প্রকাশিত: ১১:১৯ এএম, ৩০ নভেম্বর ২০১৫

তুরস্কের ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কোয় বিভিন্ন ধরনের খাদ্য ও কৃষিজাত পণ্য সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে মিসর। মিসরের শিল্প ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী তারেক কাবিল রোববার মস্কোকে এ বিষয়ে একটি তালিকা দিয়েছেন। এর আগে তিনি রাশিয়ার বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডেনিস মানতুরভের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেন।

বৈঠকে তারেক কাবিল বলেন, তুরস্ক থেকে রাশিয়ায় যেসব পণ্য বিশেষ করে ফলমূল, শাক-সবজি, পোষাক এবং চামড়াজাত পণ্য সরবারাহ করতো সেসব পণ্য সরবরাহ করতে কায়রো আগ্রহী।  রাশিয়ার মোট চাহিদার শতকরা ৬৬ ভাগ ফলমূল ও শাক-সবজি তুরস্ক থেকে আমদানি করতো মস্কো।

গত ২৪ নভেম্বর সিরিয়ার আকাশে থাকা অবস্থায় তুরস্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করে। এ ঘটনার জের ধরে দেশ দুটির মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি ডিক্রিতে সই করেছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।