অনিয়ম পেলেই অ্যাকশন


প্রকাশিত: ১১:১৬ এএম, ৩০ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই্উ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই পারস্পরিক বোঝাপড়া, সমঝোতা, উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবার মানন্নোয়ন ও প্রশাসনে গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছে। তবে এখন থেকে অনিয়ম পেলেই অ্যাকশন (ব্যবস্থা) নেয়া হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিন বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অননুমোদিত অনুপস্থিতি, দায়িত্ব পালনে অবহেলা, অবজ্ঞা  আর সহ্য করা হবে না। নানা সীমাবদ্ধতার মধ্যেই রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার পাশাপাশি উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রমকেও যথাযথভাবে এগিয়ে নিতে হবে। বহির্বিভাগ ও বৈকালিক বিশেষায়িত বহির্বিভাগে নির্ধারিত সময়ের পুরোটাই যাতে সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত থাকেন তা শতভাগ নিশ্চিত করতে হবে।

সভায় বিএসএমএমইউ’র প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি  (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান,মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. হুমায়ুন সাত্তার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া তার বক্তব্যে আরো দায়িত্বশীলতার সঙ্গে কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভাগীয় চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান।
 
অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার তার বক্তব্যে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে বিভাগীয় চেয়ারম্যানদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
     
ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সবাইকেই অফিস সময় মেনে চলতে হবে।  

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল তার বক্তব্যে স্বচ্ছতা ও নিয়ম-নীতি অনুসরণ করেই এ বিশ্ববিদ্যালয়ের আর্থিক কর্মকাণ্ড পরিচালনার কথা উল্লেখ করেন।

এমইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।