আজকের সাধারণ জ্ঞান : ৩০ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ১১:১১ এএম, ৩০ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : আফগানিস্তানকে কে প্রজাতন্ত্র ঘোষণা করেন?
উত্তর : দাউদ খাঁ।
 
২. প্রশ্ন : নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্যসহ রাজ পরিবারের ১০ জন সদস্য নিহত হয় কবে?
উত্তর : ২৯ জুন ২০০১।
 
৩. প্রশ্ন : কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে ভাস্কর্য ভাণ্ডার কাজ সম্পন্ন করে?
উত্তর : আফগানিস্তান।
 
৪. প্রশ্ন : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশের?
উত্তর : মালদ্বীপের।

৫. প্রশ্ন : এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?
উত্তর : মালদ্বীপের।

৬. প্রশ্ন : মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীকে কী বলা হয়?
উত্তর : লুন্টিন।
 
৭. প্রশ্ন : ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ এবং আরো কয়েকটি দ্বীপ রয়েছে- এগুলোকে একত্রে কী বলা হয়?
উত্তর : সেতুবন্ধ।
 
৮. প্রশ্ন : নেপাল সরকারের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : সিংহ দরবার।
 
৯. প্রশ্ন : কোন দেশের ৮০% জুড়ে কারাকুম মরুভূমি অবস্থিত?
উত্তর : তুর্কমেনিস্তান।
 
১০. প্রশ্ন : তিয়েন মান পর্বতমালার উপর অবস্থিত কোন দেশ?
উত্তর : কিরগিজিস্তান।

১১. প্রশ্ন : জাপান কবে কোরিয়া দখল করে?
উত্তর : ১৯১০ সালে।

১২. প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়ায় হস্তক্ষেপ করে?
উত্তর : ২৯ আগস্ট ১৯৫০ সালে।
 
১৩. প্রশ্ন : উত্তর ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
উত্তর : ১৫ আগস্ট ১৯৪৫।
 
১৪. প্রশ্ন : কবে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রের অভ্যূদয় ঘটে?
উত্তর : ১৫ আগস্ট ১৯৪৫।
 
১৫. প্রশ্ন : কবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমন করে?
উত্তর : ২৫ জুন ১৯৫০।

১৬. প্রশ্ন : কবে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে?
উত্তর : ২৭ জুলাই ১৯৫৩।
 
১৭. প্রশ্ন : দুই কোরিয়া পুনরায় একত্রিকরণের লক্ষ্যে যৌথ ঘোষণা দেওয়া হয়?
উত্তর : ৪ জুলাই ১৯৭২।
 
১৮. প্রশ্ন : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হন?
উত্তর : জনগণের প্রত্যক্ষ ভোটে।
 
১৯. প্রশ্ন : দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উত্তর : ২৯৯টি।
 
২০. প্রশ্ন : চীনের প্রথম বিদেশ-জাত শাসক কে?
উত্তর : কুবলাই খান।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।