পৌর নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিয়েছি : হান্নান শাহ


প্রকাশিত: ০৭:১১ এএম, ৩০ নভেম্বর ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে। আমরা একটা চান্স নিচ্ছি। নির্বাচন কমিশন ও সরকারকেও সুযোগ দিচ্ছি। তারা যাতে দেশবাসীর প্রত্যাশা ও আমাদের সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করে।

সোমবার সকালে গাজীপুরের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ এ সরকারকে চায় না। তাই তারা পেশী শক্তি লাগিয়ে ফলাফল নিজের দিকে নেয়ার চেষ্টা করবে। যেহেতু এটা পৌর নির্বাচন ক্ষুদ্র এলাকা নিয়ে এখানে প্রার্থীদের আত্মীয় স্বজনও আছে। তারাও কাউকে ছেড়ে কথা বলবে না।

তিনি বলেন, সরকারের মরণ ঘন্টা যে বাজবে এতে আমার কোনো সন্দেহ নেই। সরকার এবং নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিলেও অতীতের কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করতে পারেনি। ওই সকল নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল। নির্বাচন কমিশনের লোকেরা জাল ভোট দিয়ে বাক্স ভর্তি করেছে। যা বিশ্ববাসী ও সারাদেশের লোকজন দেখেছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।