নিরাপত্তা বেষ্টনিতে নিম্ন আদালত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তথা নিম্ন আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, পুরো আদালত চত্বরকে নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়েছে। পুলিশের পাশাপাশা র্যাব ও গোয়েন্দা সদস্যদেরকে আদালত চত্বরে রাখা হয়েছে।
এদিকে আদালত চত্বরে ইতিমধ্যে খালেদা জিয়ার আইনজীবী ও দুদকের আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে দলের নেতাকর্মীরা আদালতের চারপাশে অবস্থান নিয়েছেন।
এছাড়া খালেদা জিয়ার আদালতে আগমনকে কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড় থেকে আদালত পর্যন্ত সড়কের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক অবস্থানও লক্ষ্য করা গেছে।
আদালত চত্বরে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদেরকে জানান, খালেদা জিয়ার স্থায়ী জামিনের জন্য আজ আদালতে আবেদন করা হবে।
এমএম/জেডএইচ/এমএস