স্বাভাবিক হচ্ছে নিউইয়র্ক সিটি

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০১ মে ২০২১

আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। আগামী ১ জুলাই থেকে সবকিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও।

শহরের প্রায় শতভাগ বাসিন্দা এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ব্লাসিও জানান, নিউইয়র্ক সিটির প্রায় ৮০ লাখ বাসিন্দা এরই মধ্যে টিকা গ্রহণ করেছেন এবং সংক্রমণের হার কিছুটা কমে আসায় নিউইয়র্ক সিটি প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিধিনিষেধ তুলে নেয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ব্লাসিও জানান, ১ জুলাই থেকে নিউইয়র্ক আবারও আগের রূপে ফিরবে। এর মধ্য দিয়ে আবারও মানুষ কাজে ফিরবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আসন্ন গ্রীষ্ম মৌসুম নিউইয়র্কবাসীর জন্য অবশ্যই বিশেষ কিছু হতে যাচ্ছে।

এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।