ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন বদি


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তালিকা করে প্রশাসনকে দেয়ার নির্দেশনা দিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও সমন্বয় সভায় চেয়ারম্যানের বক্তব্যের জবাবে তিনি এ নির্দেশনা দেন।

উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী প্রমুখ।

সভায় পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ইয়াবা ব্যবসায়ীদের কবল থেকে সীমান্ত এলাকা পালংখালীবাসীকে বাঁচাতে প্রশাসনের কাছে অনুরোধ করেন। তা সম্ভব না হলে স্কুল-পড়ুয়া ছেলে-মেয়েদেরও রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

এর জবাবে সংসদ সদস্য বদি তৃণমূলের ইয়াবা ব্যবসায়ীদের তালিকা করার পরামর্শ দিয়ে প্রশাসনের কাছে তা সরবরাহ করার নির্দেশনা দেন। তালিকা পেলে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।