চার যুগ পর আলোকিত হলো ২৩৭টি পরিবার


প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

দীর্ঘ চার যুগ পর হলেও বিদ্যুতের আলোয় আলোকিত হলো শার্শার গোড়পাড়া গ্রামের ২৩৭টি পরিবার। বিদ্যুৎসংযোগ পেয়ে খুশি এলাকার মানুষ। রোববার সকালে বিদ্যুতের সুইচ টিপে ২৩৭টি মিটার উদ্বোধন করেন যশোর-১ শার্শা উপজেলার জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

নিজামপুর ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজামান।

এসময় উপস্থিত ছিলেন শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও চেয়ারম্যান সোহারাব হোসেন।

জামাল হোসেন/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।