তামিলনাড়ু-পুদুচেরিতে পরিবর্তনের ইঙ্গিত, কেরালায় থাকছে বাম জোটই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ এএম, ৩০ এপ্রিল ২০২১

অডিও শুনুন

ভারতের তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার ফলপ্রকাশের অপেক্ষা। তবে তার আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রকাশিত হয়েছে বুথফেরত সমীক্ষা। সেই বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে পালাবদলের আভাস পাওয়া যাচ্ছে। দেড়শোর বেশি আসন নিয়ে সেখানে ক্ষমতায় আসতে পারে কংগ্রেসের জোট শরিক স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। তবে বিজেপি এবার কিছু আসন পেতে পারে সেখানে। এদিকে, পুদুচেরিতে ক্ষমতায় আসতে পারে বিজেপির সঙ্গী এআইএনআর।

২০১৬ সালে তামিলনাড়ুতে এইডিএমকের দখলে এসেছিল ১৩৬টি আসন, ডিএমকের দখলে ছিল ৮৯, কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। বিজেপি সেবার কোনো আসন পায়নি দক্ষিণ ভারতীয় এই রাজ্যটিতে। এবার তাই তারা জোট বেঁধেছিল জয়ললিতার দল এআইআডিএমকের সঙ্গে। রাজ্যটির রাজনীতিতে নতুন মুখ হিসেবে উঠে আসছেন করুণানিধি পুত্র স্ট্যালিন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পুদুচেরিতে বিজেপি কোনো আসন পায়নি। তাই এবার সেখানেও তাদের চ্যালেঞ্জ ছিল সরকার গঠনের। এবার ভোটের আগে থেকেই এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল। এবার এআইএনআরের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। তারাই এবার এই কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় আসছে বলে ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা। এই ফল যদি মিলে যায় তবে দক্ষিণের আরও এক কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের করে নেবে বিজেপি।

এদিকে,বুথফেরত সমীক্ষা অনুযায়ী পিনারাই বিজয়নের সরকারই ফের ক্ষমতায় ফিরছে কেরালায়। এই রাজ্যে বিধানসভা ভোটের মুখেই সোনা পাচার কেলেঙ্কারিতে জড়িয়েছিল ক্ষমতায় থাকা বাম সরকার। তবে তার প্রভাব ভোটে পড়েনি বলেই মনে হচ্ছে সমীক্ষায়। একাধিক সংস্থা কেরলে এগিয়ে রেখেছে বাম জোটকেই।

তবে এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা কোনোভাবেই ভোটের ফলাফলকে প্রভাবিত করে না। এটা সম্ভাব্য ফলাফলের আভাস। অতীতে বহুবার বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল পুরোপুরি ভিন্ন হতে দেখা গেছে। আবার উল্টোটাও দেখা গেছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।