‘বেস্ট বাই’ এর ১০০তম আউটলেট উদ্বোধন


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৯ নভেম্বর ২০১৫
‘বেস্ট বাই’ এর ১০০তম আউটলেট উদ্বোধন করছেন আরএফএল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্য সামগ্রী প্রস্তুকারী প্রতিষ্ঠান আরএফএল ‘বেস্ট বাই’ এর ১০০তম আউটলেট চালু করেছে। সম্প্রতি রাজধানীর উত্তরার ১৪ নং গাউসুল আজম এভিনিউ-এ আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে এটি উদ্বোধন করা হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.), আরএফএল এর পরিচালক আর এন পল, বেস্ট বাই এর প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস, বিপণন কর্মকর্তা মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অন্যান্য আউটলেটের মতো উত্তরা ‘বেস্ট বাই’ এ আরএফএল এর চেয়ার, টেবিল, জগ, বালতি, টুল, গ্যাসের চুলাসহ যাবতীয় গৃহস্থালী সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন সামগ্রী, দুরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল, গুডলাক স্টেশনারি পণ্য, ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও মিলবে।

অনুষ্ঠানে আহসান খান চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেশের সকল স্থানে ‘বেস্ট বাই’ এর আউটলেট চালু করা হবে। ‘বেস্ট বাই’ কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।  

রাজধানীর ওয়ারী, মালিবাগ-চৌধুরী পাড়া, মৌচাক, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, পোস্তগোলা, নবাবপুর, টঙ্গী, বসুন্ধরা, সূত্রাপুর, লালবাগ, আজিমপুর, মিরপুর, আদাবর, মুগদা, রামপুরা ও বাড্ডায় ‘বেস্ট বাই আউটলেট’ চালু রয়েছে। এছাড়াও ঢাকার বাইরে সকল বিভাগীয় শহরে ‘বেস্ট বাই’ এর আউটলেট চালু রয়েছে।
 
উল্লেখ্য, ২০১১ সালে সাভারে আউটলেট উদ্বোধন এর মাধ্যমে রিটেইল চেইন শপ এর জগতে পা রাখে আরএফএল ‘বেস্ট বাই’।  

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।