নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৯ নভেম্বর ২০১৫

ভারতীয় সব টিভি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন নেপালের ক্যাবল টিভি অপারেটররা। সীমান্ত দিয়ে নেপালে পণ্য পরিবহনে ভারতের অনানুষ্ঠানিক অবরোধের প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

নতুন সংবিধান প্রণয়নের পর প্রতিবেশি ভারত অনানুষ্ঠানিক অবরোধ আরোপ করেছে বলে অভিযোগ করেছে নেপাল। দেশটির নাগরিকরা বলছেন, তাদের দেশে (নেপালে) বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে ভারত এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তারা নিরাপত্তার কারণে পণ্যের পরিবহন স্থগিত রেখেছে।

এদিকে নেপালে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। শুক্রবার নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রঞ্জিত রাই বলেন, ভারতবিরোধী মনোভাব বাড়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

এর আগে নতুন সংবিধান প্রণয়ন নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে সংখ্যালঘুদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়। নতুন সংবিধান অনুযায়ী, দেশটি বিশ্বের একক সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রের খেতাব থেকে বের হয়ে এসে এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এছাড়া কেন্দ্রশাসিত নেপালকে সাতটি প্রদেশে বিভক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে দেশটির মাদেশি জনগোষ্ঠীর লোকজন।

নেপালের নতুন সংবিধানের বিষয়ে ভারতের বলছে, এটা যথেষ্ট ব্যাপকতার ভিত্তিতে হয়নি। সংবিধানকে কেন্দ্র করে দেশটিতে বিশেষত সীমান্তের তরাই অঞ্চলের সহিংসতার প্রভাব ভারতেও পড়বে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।