আবারও অনিশ্চয়তায় পাক-ভারত সিরিজ


প্রকাশিত: ০৮:১১ এএম, ২৯ নভেম্বর ২০১৫

চলতি বছরের শেষের দিকে শ্রীলঙ্কায় পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বি-পক্ষীয় সিরিজে সম্মত হয়েছিল দু’দেশের ক্রিকেট বোর্ড। বাকি ছিল শুধু দু’দেশের সরকার প্রধানের অনুমতির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলেও বাদ সেধেছে ভারত সরকার। কোন ইতিবাচক কোন খবর আসছে না ভারতীয় সরকারের দিক থেকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দু’দেশের কূটনৈতিক অবস্থা খারাপ হওয়ায় এ সিরিজটি খেলা ‘খুবই কঠিন’। ধারণা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলেই এ সিরিজটি সম্পূর্ণ হবে, এছাড়া নয়। তবে এ ব্যাপারে বিসিসিআইয়ে চেয়ারম্যান ও প্রধান নিবার্হী শশাঙ্ক মনোহর ও অনুরাগ ঠাকুর এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।