পাকিস্তানে সংষর্ষে নিহত ২৪


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ নভেম্বর ২০১৪

পাকিস্তানের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ওরাকজাইয়ে বিদ্রোহী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সংষর্ষে অন্তত দুই নিরাপত্তাকর্মী ও ২৪ বিদ্রোহী নিহত হয়েছে। নিরাপত্তাবাহিনী মঙ্গলবার এ কথা জানিয়েছে।

ওরাকজাইয়ের শিরিন ডারা এলাকায় একটি চেকপোস্টকে লক্ষ্য করে জিহাদিরা হামলা করে। এতে দুই নিরাপত্তাকর্মী ও ২৪ জিহাদি নিহত হয়। এই সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ নিরাপত্তাকর্মী ও বেশ কয়েকজন বিদ্রোহী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে সংবাদ সংগ্রহে সীমাবদ্ধতা থাকায় এই ধরনের খবরের সত্যাসত্য প্রায়ই যাচাই করা সম্ভব হয় না। উত্তর ওয়াজিরিস্তান ও খাইবারে চলমান সেনা অভিযানের প্রতিবাদেই বিদ্রোহীরা ওরাকজাইয়ে এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। - ডন ডটকম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।