এমপিদের প্রচারণার সুযোগ চাইলো জাপাও
আসন্ন পৌর নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ চেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০ দিন বাড়ানোর দাবি জানিয়েছে দলটি।
রোববার সকালে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এসব দাবি জানান তারা। মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে পাঁচ সদস্যদের এই প্রতিনিধি দল রোববার সকালে ইসিতে যায়। প্রায় এক ঘণ্টা তারা ইসির সাথে বৈঠক করেন।
বৈঠক শেষে জিয়াউদ্দিন বাবলু উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রথমবারের মত দলীয়ভাবে মেয়রপদে নির্বাচন হচ্ছে। এমপিরা এ নির্বাচনের প্রচারণার অংশ নিতে পারবেন না। কিন্তু আমাদের তো বলতে হবে এই প্রার্থী আমাদের। আমাদের দলকে রিপ্রেজেন্ট করে। আমার দলের আদর্শ এটা। সুতরাং কেন আমাদের প্রচারণা চালাতে দিবেন না ? আগে নির্দলীয় ছিল। সেখানে এমপিরা প্রচারণা চালাতে যেত না। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এমপিদের প্রচারণার সুযোগ দিতে হবে। প্রত্যেক এমপির এটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আপনারা কেন অস্বীকার করছেন? এটা আপনাদের দিতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তো পরিবর্তনযোগ্য। ভারতেও কিন্তু এমপিরা প্রচারণা চালাতে পারেন। এটা করতে সময় লাগে না।
তিনি আরো বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দশ দিন বাড়ানোর দাবি করেছি। আর সরকারি দল যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৬টি পৌরসভায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
এইচএস/এআরএস/পিআর