লক্ষ্মীপুরে জলবায়ু অভিযোজনের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে জলবায়ু অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে ঋন নয়, অনুদানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ঘণ্টাব্যাপি এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন সনাকের জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আবুল মোবারক ভূঁইয়া, সাবেক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, ডা. মো. সালাহউদ্দিন শরীফ, পদ্মকলী মহিলা সংস্থার সভানেত্রী মমতাজ, সাংবাদিক কামাল হোসেন, এম এ মালেক ও গাজী গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশসহ স্বল্পোন্নত ও দ্বীপ রাষ্ট্রসমূহে প্রতিনিয়ত ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও তীব্র তাপমাত্রার প্রকোপ ক্রমেই বাড়ছে। অথচ জলবায়ু পরিবর্তনের শিকার ৪৮টি স্বল্পোন্নত দেশ বিশ্বের মোট গ্রিনহাউজ গ্যাসের মাত্র ১% নিঃসরণ করছে।

এ অবস্থায় বৈশ্বিক তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলেই ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অপূরণীয় ক্ষতি হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিবেশ এবং উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা, ইউএসএফসিসিসি কানকুন চুক্তি, বালি কর্ম পরিকল্পনা এবং রিও+২০ চুক্তির আওতায় বিশ্বের সকল দেশ বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পালনে বিকল্প নেই।

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।