রামগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার সকালে রামগঞ্জের সোনাপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম লেদুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিক ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
কাজল কায়েস/এআরএ/আরআইপি