জীবিত করোনা রোগীকে মৃত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ এএম, ২০ এপ্রিল ২০২১

ভারতে জীবিত করোনা রোগীকে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠেছে হাওড়ার একটি হাসপাতালের বিরুদ্ধে। উত্তর হাওড়ার ঘুসুড়ির টি এল জায়সবাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক কোভিড রোগীর পরিবারের লোকজন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কয়েকদিন আগে নিউমোনিয়াসহ অন্যান্য সমস্যা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হন ৬৫ বছরের ফেলি মান্না। হাওড়ার জগৎবল্লভপুরের হাটালের বাসিন্দা ফেলির করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাকে ঘুসুড়ির ওই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।

রোগীর আত্মীয় সৌমেন মাঝি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে ফোনে বলা হয় যে ফেলির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তারা করোনাবিধি মেনে সৎকার করতে পারেন। সোমবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে যে মরদেহ দেখেন তা ফেলির দেহ নয় বলে দাবি করেন তারা।

শেষে জানা যায়, ফেলি জীবিত। হাসপাতালের বিছানায় তাকে অক্সিজেনসহ দেখা যায়। এর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেন।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের ওই জেলার স্বাস্থ্য কর্মকর্তা ভবানী দাসের দাবি, ‌‘কোভিড রোগীদের চিকিৎসা ঠিকই করা হচ্ছে। তবে ওই রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। একটা ভুল হয়েছে।’

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।