সৌদি আরবে নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীরা


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৮ নভেম্বর ২০১৫

সৌদি আরবে নারী প্রার্থীরা প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয়া এবং ভোট প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আগামীকাল রোববার থেকে পরীক্ষামূলকভাবে নির্বাচনী প্রচারে নামবেন তারা। ১২ ডিসেম্বর সৌদি আরবে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে অন্তত ৯০০ নারী প্রার্থী হচ্ছেন। খবর এএফপি।

তবে নারী প্রার্থীরা পুরুষ ভোটারদের কাছে ভোট চাইতে প্রচার চালাতে পারবেন না। পাশাপাশি ভোটার আকর্ষণে জনসমাবেশও করতে পারবেন না।

উপসাগরীয় শহর কাতিফের এক নারী প্রার্থী নাসিম আল-সাদহ বলেন, ‘আমরা দেশকে উন্নত বা সংস্কার করতে চাই, তাহলে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে নারীদের  অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।’

আল-সাদহ নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা নিয়ে বেশ সন্তুষ্ট।  তিনি বলেন, খুবই কম নারী ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন।

সৌদি নির্বাচন কমিশনের তথ্য, ২৮৪টি কাউন্সিল আসনের বিপরীতে নারী-পুরুষ মিলিয়ে মোট ৭ হাজার আগ্রহী প্রার্থী রয়েছেন। ভোটের জন্য এক লাখ ৩০ হাজার ৬০০ নারী নিবন্ধন করেছেন, যা পুরুষ ভোটারের মাত্র এক-দশমাংশ।

ইসলামী রাজতান্ত্রিক দেশ সৌদি আরবের মন্ত্রী পরিষদে কোনো নারী নেই। এটি বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমোদন নেই। পা থেকে মাথা পর্যন্ত কালো হিজাবে ঢেকে ঘরের বাইরে তাদের চলাফেরা করতে হয়। নারীদের বাইরে ঘুরতে বের হওয়া, কাজে যাওয়া কিংবা বিয়ের ক্ষেত্রে পরিবারের কোনো না কোনো পুরুষ সদস্যের অনুমোদন লাগে।

এত বাধাবিপত্তির পরও প্রয়াত বাদশা আবদুল্লাহর সময় ধীরগতিতে নারী অধিকারের বিস্তৃতি ঘটে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এ নির্বাচনে ভবিষ্যতে নারীরা অংশগ্রহণ করতে পারবেন বলে ঘোষণা দেন।

২০১৩ সালে তিনি নারীদের শুরা কাউন্সিলের সদস্য করেন। শুরা কাউন্সিল মন্ত্রিসভাকে পরামর্শ দিয়ে থাকে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।