পৌর নির্বাচনের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ
মেহেরপুর পৌরসভার মেয়র মুতু ও আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের ষড়যন্ত্র, মামলা প্রত্যাহার এবং মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন পৌরবাসী। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে কাসারীপাড়াস্থ যুবলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান মেয়র মামলা করে নির্বাচন বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করছে। এ বছরও নির্বাচন বন্ধের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদি এই নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে পৌর মেয়রকে পৌরসভায় ঢুকতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।
আতিকুর রহমান টিুটু/এসএস/এমএস